বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪

মারিও ভার্গাস ইয়োসা ও তাঁর জৈব এবং ভৌত রূপান্তরের আখ্যান



টি এম আহমেদ কায়সার

ইয়োসার (Llosa) পাঠকেরা দীর্ঘদিন ধরেই বোধ করি এই শুভ-ক্ষণের অপেক্ষায় ছিলেন। কেউ কেউ নোবেল কমিটির অনীহা ও উপেক্ষায় বেজায় বিরক্তও ছিলেন, বিশেষত যখন গত ছয় বছর ধরে নোবেল পুরষ্কার ইউরোপীয় দেশগুলোর ভেতরই ঘুরপাক খেতে দেখা যাচ্ছিল। গত বছর জার্মানীর হার্টা ম্যুলারের নোবেল পুরষ্কার প্রাপ্তির ঘটনায় বিশ্বের তাবৎ সাহিত্য- তাত্ত্বিকেরা আবারো নোবেল কর্তৃপক্ষের মানদণ্ড, স্বচ্ছতা ও বিচক্ষণতা নিয়ে প্রশ্ন তোলেন। ফলে মিলান কুণ্ডেরার মতো লেখক দীর্ঘদিন থেকেই কেবল জল্পনা-কল্পনায় সীমিত থাকার পর প্রথমত তিনি ইউরোপীয় ইউনিয়নের লেখক এবং অন্যবিধ রাজনৈতিক অনুষঙ্গ বিবেচনায় এবারো যে তিনি বঞ্চিত হবেন তা মোটামোটি ধারণার বাইরে ছিল না। আরো পড়ুন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন