ভূমিকা ও অনুবাদ : মোজাফ্ফর হোসেন
[জেমস জয়েস
(১৮৮৪-১৯৪১)-এর জন্ম আয়ারল্যান্ডের ডাবলিন শহরের এক মধ্যবিত্ত পরিবারে। জীবন ও
জীবিকার তাগিদে তাঁর জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ আয়ারল্যান্ডের বাইরে কাটলেও
তাঁর প্রায় প্রতিটা লেখায় ডাবলিন শহরের উপস্থিতি লক্ষ্য করার মতো। লেখক হিসেবে
সুখ্যাতি ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত তাঁকে বেশ কষ্ট করে সংসার চালাতে হয়েছে। শুরুর
দিকে কোনো প্রকাশনীই তাঁর বই প্রকাশ করতে আগ্রহ দেখায়নি। ১৯১৪ সালে প্রকাশিত হয়
তাঁর গল্প সংকলন ‘ডাবলিনার্স’।
‘এরাবি’(১৯০৫) এই সংকলনের
উল্লেখযোগ্য একটি গল্প। বিশ্ব সাহিত্যে সর্বাধিক পঠিত গল্পগুলোর একটি। একজন তরুণের
বেড়ে ওঠার গল্প এটি।
জেমস জয়েসের গল্প
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন